শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাসুল (সঃ)কে নিয়ে ব্যঙ্গ করায় মানিকছড়িতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২০ ০৬:২৪:০৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৮:৫৯:৫০  |  ১০২৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটি সদর উপজেলাধীন মানিকছড়ি তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমার নামাজ শেষে মানিকছড়ি রাঙামাটি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়ক দিয়ে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানিকছড়িতে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অীতথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর মোল্লা। প্রধান অতিথি বলেন, এই ন্যাক্কার জনক ঘটনার দায়ে ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতে ক্ষমা চাইতে হবে। তাই ফ্রান্স সরকারকে বলবো আগুন নিয়ে খেলা করবেন। এযাবৎ যুগে যুগে যারা আল্লাহর রাসুল(সঃ)এর সাথে বেয়াদবি করেছে তারা রেহাই পায়নি আপনারাও পাবেন না।


তৌহিদী জনতার ব্যানারে মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা খোরশেদ আলম,মাওলানা মোঃ সোয়াইব জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ওসমান গনি,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,আবদুল মোমেন ও নুর মোহাম্মদসহ আরো অনেকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions