বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে মানবন্ধন

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২০ ০৫:৩৭:১৮ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১১:১৪:৩৬  |  ৮৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ মঙ্গলবার রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কমীরা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধনে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে অনান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ৭১ টেলিভিশন রাঙামাটি প্রতিনিধি উছিংছা রাখাইন। অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন  ৭১ টেলিভিশন বাঘাইছড়ি সংবাদদাতা মোঃ ওমর ফারুক সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৭১ টেলিভিশন কাপ্তাই সংবাদদাতা নূর হোসেন মামুন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, গনমাধ্যমকে বয়কট ও হুমকি দেয়া নিচু মানষিকতার পরিচয়।  একটি মহল ৭১ টেলিভিশনসহ বিভিন্ন গনমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তা প্রতিহত করার জন্য সবাইকে অঅহ্বান জানান।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions