শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং বিট সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২০ ০৫:১০:৩১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:৪১:৩৮  |  ৮১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাঙামাটিতে  সমাবেশ করেছে রাঙামাটি জেলা পুলিশ।

আজ সকালে রাঙামাটির ১,২,৩নং ওয়ার্ডে শিশু নিকেতন স্কুল প্রাজ্ঞনে জেলা পুলিশের আয়োজনে সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, ১নং ওয়ার্ড  কাউন্সিলর হেলাল উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক চক্রবর্তী, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুপসী দাশ, শিশু নিকেতন স্কুলের সহকারী শিক্ষক মিলন কান্তি, কোতোয়ালি থানার এসআই সাগর পালসহ ১,২,৩ নং ওয়ার্ডে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা এসময় উপস্থিত  ছিলেন।

সমাবেশে অংশগ্রহণকারীদের ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions