শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:১৩:১৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:৪০:৪৮  |  ৮০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সরকার তথ্য অধিকার আইন নিশ্চিত করার মাধ্যমে বর্তমানে জনগন তথ্য পেতে আর কোন বাধা থাকে না বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। তিনি বলেন, জনগন যখন চাই তখনই তথ্য পেতে পারে। জনগনের তথ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের আরো বেশী সচেতন থাকার আহবান জানান।

রাঙামাটিতে তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, আঞ্চলিক পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওমর ফারুক,  সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তথ্য অধিকার দিবস উপলক্ষে দিবসের তাৎর্পয তুলে ধরে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions