মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

রাঙামাটি পর্যটন গেটে দোকান কর্মচারীর হামলায় মৎস্য গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা আহত

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৪:৪৮ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০২:০৬:২৫  |  ২৬০৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমানের উপর হামলা হয়েছে।  শনিবার দুপুরে শহরের তবলছড়ি ঝুলন্ত সেতু গেটে বনানী টেক্সাটাইল দোকানে এ হামলা করে দোকানের এক কর্মচারী। আহত শাহিনুর রহমানকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় সেলাই দিয়েছে চিকিৎসকরা।

আহত শাহিনুর রহমান জানান, দুপুরে ঝুলন্ত সেতু এলাকায় বেড়াতে যান। সেখানে একটি জিনিস কিনতে সেতু গেটের সাথে লাগানো বনানী টেক্সটাইলের দোকানে প্রবেশ করেন।

পছন্দের জিনিসটি বেশী চাওয়ায় তিনি দাম কমাতে বলেন। এতে দোকানের কর্মচারী ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া ঘটনা সত্যতা স্বীকার করেন। তবে হামলাকারী দোকানের কর্মচারীকে এখনো আটক করেনি পুলিশ।

শাহিনুর রহমান জানান, ঘটনাটি আমি জেলা প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু তারা এখনো কোন ব্যবস্থা নেয়নি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions