বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৪৩:০৬ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৩:৩৪:২২  |  ৯৪৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দলীয় ভিত্তিতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় তিনি বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে। প্রতিযোগিতায় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং কেপিএম উচ্চ বিদ্যালয় রানারআপ হবার গৌরব অর্জন করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, বিজ্ঞান মনস্ক জাতি হিসাবে গড়ে তোলার জন্য এমন প্রতিযোগিতার বিকল্প নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পৃথিবীর বুকে বিজ্ঞানে অনেক অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ, যার প্রকৃষ্ট উদাহরন বঙ্গবন্ধু স্যাটলাইট উৎক্ষেপণ। 

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions