বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মহালছড়ির হত্যা মামলার আসামী জামালপুর থেকে আটক

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৩:১৯ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ০৭:৩৫:২৮  |  ১৮০৪

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি মাইসছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালোপাহাড় এলাকায় খালুকে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী মোশারফ হোসেন প্রকাশ মানিককে (২৮) আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।


গতকাল ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দ ফাড়ি থেকে লোকাল পুলিশের সহযোগীতায় ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সার্বিক নির্দেশনায় আটক করতে সমর্থ হয় মহালছড়ি থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম। বাকি আসামীদেরও অতি শীঘ্রই আটক করা হবে বলে জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত: গত ২৯ আগস্ট ধনিয়া পাতা গাছ নিয়ে আসামী মো:মোশারফ হোসেন (মানিক-২৮) ও মোঃ সোহেলসহ কয়েক জনের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সম্পর্কে তাদের খালু  মো:নুরুল ইসলামকে (লাল মিয়া)(৫৫) পেছন হতে শক্ত বাটাম দিয়ে মাথায় আঘাত করলে সাথে সাথে মাথা ফেটে অজ্ঞান হয়ে মাটিতে পরে যায় নুরুল ইসলাম। তাৎক্ষনিক ভাবে তাকে খাগড়াছড়ি সদর হসপিতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করে দেন। সেখানেই গত ১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন নুরুল ইসলাম।


এর পরদিন গত ২ সেপ্টেম্বর প্রয়াত নুরুল ইসলামের ছোট ভাই মোঃ সুরুজ্জামান বাদি হয়ে মো:সোহেল ও মোশারফ হোসেন (মানিক) সহ কয়েকজনের বিরুদ্ধে মহালছড়ি থানায় মামলা দায়ের করে। মামলা নং -০১, তারিখ ০২/০৯/২০২০ইং।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions