শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

আল আমিন মাদ্রাসায় চট্টগ্রাম ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মত বিনিময়

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০২০ ০৬:২০:৩৯ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৪:৪৯:২৩  |  ১০২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি আল আমিন ইসলামিয়া ফাজিল মডেল মাদ্রাসার গর্ভণিং বডি ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আহসান উল্লাহ।

শনিবার সকালে মাদ্রাসা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি এডভোকেট মোখতার আহম্মদ। এতে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ছিদ্দিকী, মাইনিমুখ মাদরাসার অধ্যক্ষ মাওঃফেরদৌস আলম, কাউখালী ছিদ্দিক ই আকবরদাখিল মাদরাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, নানিয়ারচর ইসলামপুর দাখিল  মাদরাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম,বায়তুশ শরফ জাব্বারিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা  মোঃনুরুল আলম, আল আমিন মাদ্রসার বাংলা প্রভাষক মহিউদ্দিন খানসহ অনান্য শিক্ষকগণ বক্তব্য রাখেন।

সভায়  চট্টগ্রাম ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেদিক থেকে  মাদ্রাসাগুলো পিছিয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions