বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে নতুন করে ১২জনসহ মোট আক্রান্ত ৪৭৮জন

প্রকাশঃ ২৭ জুলাই, ২০২০ ০৪:৪২:০৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:৪৩:৩১  |  ৩২০৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়িতে দুই ডাক্তার,এক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরো ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৭৮ জন। এর মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি সদর হাসপাতালের এক নারী ডাক্তারসহ ৩জন, এবং মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৬জনের করোনা পরীক্ষার রিপোর্ট প্রজেটিভ এসেছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান,খাগড়াছড়ি জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু বরন করেছেন এক মুক্তিযোদ্ধাসহ ২জন। চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে এক মুক্তিযোদ্ধা, দুই ডাক্তারসহ আরো ৪জন করোনায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো বেশ কয়েকজন।

জেলায় সংক্রমেনর সংখ্যা বাড়ার তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ২হাজার ৯৩৪ জনের। রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৯১৯ জনের।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions