বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বান্দরবানের পুলিশ প্রশাসনকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন ব্যবসায়ী কাজল কান্তি দাশ

প্রকাশঃ ০১ জুলাই, ২০২০ ০৫:৪৪:৩৫ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০২:৪৩:০৮  |  ৯৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে পুলিশ প্রশাসনকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সমাজসেবক কাজল কান্তি দাশ । কোভিড-১৯ রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট থাকে, তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা হয়। বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার এর হাতে এই কনসেন্ট্রেটর তুলে দেন কাজল কান্তি দাশ।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক কাজল কান্তি দাশ বলেন, পুলিশরা আমাদের বন্ধু। এই করোনাকালে বান্দরবানে ৫০ জনেরও অধিক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন , তাদের কথা চিন্তা করেই অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছি ।

পুলিশ সুপার জেরিন আখতার বলেন,বান্দরবানের মানুষ অনেক বেশি আন্তরিক, প্রতিটা ক্ষেত্রেই এ এলাকার মানুষের আন্তরিকতা দেখেছি।

এদিকে করোনার শুরুতেই বান্দরবান পৌর শহরের সড়কগুলো জীবাণুমুক্ত করতে নিজ খরচেই প্রতিদিন ৪২ হাজার লিটার জীবাণুনাশক ছিটিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, এছাড়াও মশা নিধন করতে ফগার মেশিন দিয়ে করেছেন স্প্রে করেছেন নিয়মিত। এছাড়াও করোনায় কর্মহীন গরিব অসহায় ১ হাজার ৫শত পরিবারকে দিয়েছেন চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions