শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

প্রকাশঃ ১৬ জুন, ২০১৮ ১২:১৬:৪৭ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৬:৪৯:২২  |  ৬৯২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। যথাযোগ্য ধর্মীয়  মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে পবিত্র ঈদ ফিতর উদযাপিত হয়েছে। বৈরি  আবহাওয়ার কারনে রাঙামাটির প্রধান প্রধান ঈদ জামাত সমূহ খোলা মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। এছাড়া রিজার্ভ বাজার জামে মসজিদ, বনরুপা জামে মসজিদ, কালেক্টকর জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে  ঈদের  প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঈদের জামাত শেষে রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে অনেকে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাদের প্রয়াত আত্বীয় স্বজনদের জন্য দোয়া কামনা করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions