শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

জেলা পরিষদ হতে বাঘাইছড়িতে সেলাই মেশিন, শিক্ষা ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

প্রকাশঃ ২৮ জুন, ২০২০ ০৫:৪৫:০৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:৩৩:৪৫  |  ৮১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ২৭ জুন (শনিবার) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও বাঘাইছড়ি পৌরসভায় বিভিন্ন সংগঠনের বেকার মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ১০০টি সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী বাঘাইছড়িস্থ জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গণে বিতরণ করেন।

অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর উল্লাহ এবং বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান বৃষকেতু চাকমা ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দদেরকে বিতরণকৃত সরঞ্জামাদি সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিজের এবং সংগঠনের উন্নতির জন্য পরামর্শ রাখেন। এছাড়া তিনি বৈশি^ক করোনা ভাইরাস মোকাবেলার জন্য সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions