মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশঃ ২৭ জুন, ২০২০ ১০:৪৬:২৮ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:১২:৫১  |  ৮৪০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭৯পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, রোয়াংছড়ি উপজেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান।

শনিবার (২৭ জুন) ১২টার সময় রোয়াংছড়ি বৌদ্ধ বিহারের মাঠে ক্ষতিগ্রস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসময় জেলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি অমল কান্তি দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো:মোশারেফ হোসেন,যুব প্রধান মোঃ মনিরুল ইসলামসহ প্রমুখ।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭৯পরিবারের প্রত্যেকের মাঝে নগদ ৫হাজার টাকা,চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বলেন,বর্তমানে করোনা প্রাদুর্ভাবের কারণে সব মানুষ কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে,এমন দিনে অগ্নিকান্ডে অনেকেই নি:স্ব হয়ে গেল, বিষয়টি খুবই মর্মান্তিক। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা অগ্নিকান্ডে ক্ষতিস্থদের সাহার্যে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions