বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্তদের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন

প্রকাশঃ ২৩ মে, ২০২০ ০৫:৪৩:০৯ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৩:২৯:৫৮  |  ৯৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের ঘরে ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

শনিবার সকালে শহরে ১৮ জন ব্যাক্তির কাছে এ উপহার পাঠানো হয়।  এসব উপহার সামগ্রী পৌছে দেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর  এনডিসি উত্তম কুমার দাশ।

এ সময় এনডিসি বলেন, করোনা আক্রান্ত ব্যাক্তিরা যেন ঈদের দিনগুলো আনন্দে কাটাতে পারে সেজন্য তাদের এই উপহার। এসময় এনডিসি চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে চলার অনুরোধ জানান।

রাঙামাটিতে এপর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮২২ জনের ফলাফল এসেছে ৬৩১জনের, এরমধ্যে  ৫৮৫ জনের রিপোট নেগেটিভ,  ৪৬জন পজেটিভ, ৪জন সুস্থ্য হয়েছে। বাকিদের ফলাফল এখনো আসেনি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions