শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
বান্দরবানে জেলা প্রশাসনের পক্ষ থেকে

হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির সদস্যদের ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশঃ ২৩ মে, ২০২০ ০৫:৪০:৩৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৪:১৬:৫৭  |  ৯৭৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এসময় বান্দরবানে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির কর্মহীন গরিব ও অসহায় সদস্যদের এই  ত্রাণ সহায়তা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:শামীম হোসেন, বান্দরবানে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির সহ-সভাপতি নিপু বড়–য়া,সাধারণ সম্পাদক অনুরোধ দাশসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।

এসময় বান্দরবান হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির কর্মহীন গরিব ও অসহায় ১শত ৫০জনকে ঈদ উপহার হিসেবে নগদ ৫শত টাকা এবং চাল,লবন,ডাল,তেল,আলুসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের সুত্রে জানা যায়, করোনা ভাইরাসে কর্মহীন গরিব ও অসহায় পরিবারকে বান্দরবান জেলা প্রশাসন নিয়মিত বিভিন্নভাবে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে ইতোমধ্যে বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির বিভিন্ন দু:স্থ ও অসহায় ২শত ৭৮জন সদস্যকে ১হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং আগামীতে ও বিভিন্ন অসহায়দের পাশে থাকবে প্রশাসন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions