শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা শনাক্ত

প্রকাশঃ ১৪ মে, ২০২০ ১১:৩১:৩৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:১৬:৫৫  |  ১৩৩৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আইসোলেশন ফেরত যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

ডা. পূর্ণজীবন চাকমা জানান, গত ৭ মে করোনার উপসর্গ নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় পানছড়ি উপজেলার লতিবান হরিসাধন পাড়া এলাকার এক যুবক। চট্টগ্রাম ফেরত এ যুবকের উপসর্গ থাকায় ওইদিনে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়। আজ ১৪ মে সে সুস্থ হয়ে উঠায় তাকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রিপোর্ট আসে তার করোনা পজেটিভ। রিপোর্ট পাওয়ার পর তাকে আবারও আইসোলেশনে নিতে মাঠে নেমেছে পানছড়ি উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা ও মহালছড়িতে এক পুলিশ সহ ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। জেলার প্রথম আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions