শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বাঘাইছড়িতে দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরন

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২০ ০৮:৩৮:২৬ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:৫৪:৪৯  |  ৮২১
সিএইচটি টুডে ডট কম,বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা চালকদের মাঝে ত্রান বিতরন করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

আজ রোববার বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে জেলা প্রশাসকের পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। এসময় বাঘাইছড়ি পৌরসভা মেয়র জাফর আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 অতি দারিদ্র পীড়িত উপজেলার শতাধিক ভ্যান ও রিক্সা চালক এবং দিন মুজুরের মাঝে ১০ কেজি চাওল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে খেটে খাওয়া এসকল মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়ার, আমরা সেটাই করছি, এছাড়াও হোমকোয়ারেন্টিনে থাকা ১০ পরিবারের মাঝেও প্রয়োজনীয় ঔষধ খাদ্যসহ প্রয়োজনীয় সমগ্রী পৌছে দিচ্ছি, এটি ধারাবাহিক ভাবে চলমান থাকবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions