শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
করোনা ভাইরাস

কাপ্তাইয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো নৌ বাহিনী

প্রকাশঃ ২৮ মার্চ, ২০২০ ০৪:৪৬:১৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৩৫:৪৭  |  ৯১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাই বাজার ও তৎসংলগ্ন এলাকার  দুঃস্থ ও অসহায় মানুষের পাশ দাঁড়িয়েছে  বাংলাদেশ  নৌবাহিনী  কাপ্তাই শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্যরা।

আজ শনিবার সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  নৌ বাহিনী ঘাটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে ঘাটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার এনামুল হক ২৫০ পরিবারের হাতে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী তুলে দেন। নির্ধারিত দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে এই ত্রান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এই সময় ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ ঘাঁটির কর্মকর্তা, নৌ বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়।

একইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ  নানা পরামর্শ প্রদান করে। পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব ও  দুঃস্থ মানুষদের মাঝে জীবাণু নাশক সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions