বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
জুরাছড়ি জোন অধিনায়ক

প্রাকৃতিক দুর্যোগের সময় সকলকে এগিয়ে আসার আহ্বান

প্রকাশঃ ০৩ জুন, ২০১৮ ০৫:৩৫:৫৪ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১০:০২:২১  |  ২৬৯৪
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। “মানুষ মানুষের জন্য” এই মন্ত্রকে ধারন করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে অবগত করার পাশাপাশি নিজেরাই মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে। তাহলে একটি মানুষের প্রাণ কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে। যারা এসব কাজে সেচ্ছায় অবদান রাখবেন তাদের সেনা বাহিনীর পক্ষ থেকে সম্মান সূচক পুরুস্কৃত করা হবে।
রোববার জুরাছড়ি বনযোগীছড়া জোনে সেনা বাহিনীর উদ্যোগে স্থানীয় টেম্পু বোট চালকদের মাঝে ছাতা বিতরন ও মতবিনীময় কালে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল কেএম ওবায়লুদ হক একথা বলেন।

এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, হেডম্যান করুনা ময় চাকমা, রাস্তা মাথা টেম্পু বোট চালক সমিতির সভাপতি দেবব্রত চাকমা, মেজর মীর তৈয়বুর রহমান, বনযোগীছড়া, শীলছড়ি, চকপতিঘাট টেম্পু বোট চালক সমিতির সভাপতিগনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক আরো বলেন, চলতি বর্ষার মৌসুমে জুন ও জুলাই মাসে বিন্দু মাত্র লাভের আশায় অতিরিক্ত বোজাই যাত্রী কিংবা মালামাল পরিবহন না করার পরামশ্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক উপস্থিত সকল টেম্পু বোট চালকদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে ছাতা প্রদান করেন।

পরিবেশ |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions