শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে সবজির বস্তায় মদ, আটক ২

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৫৯:০৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:০৪:১৮  |  ২১২৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে অভিনব কায়দায় দেশীয় তৈরী মদ পাচারকালে ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মাইনী ভ্যালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালীর শ্যামল চাকমা ও আমির হোসেন।

পুলিশ জানায়, সবজির বস্তায় করে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় দেশীয় চোলাই মদ পাচার করছে কিছু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের প্রবেশপথের মাইনী ভ্যালী এলাকায় অটোরিক্সায় অভিযান চালিয়ে সবজির বস্তা থেকে ৮৬ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় পাচার চক্রের ২ সদস্যকে আটক করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক শিমুল কুমার মহন্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions