শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
বান্দরবানে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২০ ১২:২৪:৫৮ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৪:২৬:২৪  |  ৮৭১
সিএইচটি টুডে ডট কম , বান্দরবান। রাজস্ব খাতের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের আয়োজনে বালাঘাটা হর্টিকালচার সেন্টারে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) সনৎ কুমার সাহা।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (সরেজমিন উইং) পরিচালক কৃষিবিদ চন্ডীদাশ কুন্ড, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ পরিচালক ড. একেএম নাজমুল হক সহ তিন পার্বত্য জেলার উপপরিচালক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক এবং তিন পার্বত্য এলাকার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থার কর্মকর্তাগণ, কৃষকবৃন্দসহ মোট ১০০ জন।

অনুষ্ঠানের প্রধান বিষয় ছিল চলমান রাজস্ব খাতের আওতায় রবি, খরিপ ১ ও খরিপ২ মৌসুমের বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়নের অগ্রগতি, বাস্তবায়নের সমস্যা, সুপারিশসহ এলাকার কৃষকের উন্নয়নে আগামী অর্থবছরে বিভিন্ন মৌসুমের কর্ম পরিকল্পনা নিয়ে ৩ পার্বত্য এলাকার পরিকল্পনা উপস্থাপন করেন।

এসময় প্রধান অতিথি পরিকল্পনাসমূহ যেন লাগসই, শস্য বহুমুখীকরণ এবং কৃষকের বাজারজাত বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্য রাজস্ব খাতের আওতায় সকল কর্মকান্ড যেন নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন হয় তার উপর গুরুত্বারোপ করেন। মূলত কমকান্ডের প্রধান উদ্দ্যেশ্য হলো, শস্য বহুমুখীকরণ, নিরাপদ ফসল উৎপাদন, এলাকার চাহিদা মাফিক ও উপযোগিতার উপর ভিত্তি করে ফসল উৎপাদন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions