বুধবার | ১৭ এপ্রিল, ২০২৪
ঘটনার জন্য জেএসএস সংস্কারকে দায়ী করেছে ইউপিডিএফ

বাঘাইছড়ির সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত,

প্রকাশঃ ২৮ মে, ২০১৮ ০১:০০:৫৫ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৩:০০:৩৭  |  ৩১৫৬
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি/রাঙামাটি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে প্রতিপক্ষের গুলিতে ৩জন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ইউপিডিএফ কর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে সাজেকের করল্যাছড়ি বাজারে একটি বাসায় অর্তকিত হামলা চালায় একদল দুবৃর্ত্ত। এসময় ঘটনাস্থলেই ৩জন মারা যায়, এরা হলো ইউপিডিএফ সমর্থিত গনতান্ত্রিক যুব ফোরামের নেতা সঞ্জীব চাকমা ও স্থানীয় ইউপিডিএফর সমর্থক স্মৃতি চাকমা ও অটল চাকমা।
ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা জানান, জেএসএস সংস্কারপন্থীরা ইউপিডিএফের ৩ নেতা কর্মীকে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেছে।

এর আগে গত ৩ মে জেএসএস সংস্কারপন্থী নেতা ও নানিয়াচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা, পরের দিন শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের সময় ব্রাশফায়ারে গনতান্ত্রিক ইউপিডিএফ প্রধান  তপন জ্যোতি চাকমা বর্মাসহ আরো ৫জন মারা যায়। এদুটি ঘটনার জন্য জেএসএস ও ইউপিডিএফের সংস্কারপন্থীরা ইউপিডিএফকে দায়ী করে আসছিল। আজকের ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস সংস্কারকে দায়ী করেছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions