বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২০ ০৫:৪৯:২৪ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০২:৩২:০৬  |  ১১৬৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারাদেশে ন্যায় রাঙামাটিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২য় রাউন্ডে রাঙ্গামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

এসময় রাঙামাটি জেলা স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। স্থানীয় টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে এই কর্মসূচী থেকে বাদ না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions