শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতবাড়ি ভস্মিভূত

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০১৯ ০৯:০২:০১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:১২:১১  |  ১৫৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ভস্মিভূত হয়েছে এক বসতবাড়ি। শনিবার দুপুর দেড়টার দিকে শহরের রিজার্ভবাজার এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান অফিস সংলগ্ন মসজিদ এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ওই সময় বাড়িতে ছিলেন শুধু বৃদ্ধ গৃহকত্রী। তিনি লাকড়ির চুলায় আগুন জ্বালিয়ে বাইরে শোচাগারে যান। সে সময় চুলার পাশে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে তা বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে উপস্থিত হলেও, পানির সংকটে আগুন নেভাতে পারেননি তারা। ফলে পুরো বাড়িটি ভস্মিভূত হয়ে যায়। ঘন্টাব্যাপী জ্বলা আগুনে বাড়িটির ক্ষয়ক্ষতি অন্তত: ৩০ লাখ টাকার বলে জানান, প্রত্যক্ষদর্শিরা।

রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত উদয়ন চাকমা জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। বাড়িটির মালিক মৃত মোখলেছুর রহমানের পরিবারের। প্রকৃত ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions