শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বাঙ্গালহালিয়া বাজারে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা

প্রকাশঃ ২৩ মে, ২০১৮ ০৯:১৮:১৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৯:১৭:৩৪  |  ৮১৭
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুশফিকুর রহমান।
গতকাল ২২ মে সকালে পবিত্র রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাঙ্গালহালিয়া বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে অবৈধ ভাবে ইউরিয়া সার বিক্রি করার দায়ে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী মোঃ আজিজ সওদাগরকে ১০ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানের রাখার দায়ে মা-ঔষাধালয়ের মেঘনাথ দাশকে ১ হাজার টাকা  এবং কয়েকটি মুদির দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে প্রদর্শন না করার দায়ে বিভিন্ন পরিমাণের নগদ অর্থসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির আইসি মোঃ এনামুল হক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ সামশুল আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নির্বাহী কর্মকর্তা বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভেজাল মুক্ত মানসম্মত খাবার পরিবেশন ও সঠিক মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের আহবান জানান।  

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions