বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে মিথ্যা হত্যা চেষ্টা মামলা করায় বাদীর কারাদন্ড

প্রকাশঃ ০৫ ডিসেম্বর, ২০১৯ ০৭:১৮:৩৬ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৬:১৬:৫৯  |  ২১০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করার ঘটনায় ঐ মামলার বাদীকে কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব, এ.এন.এম. মোরশেদ খান এর আদালত এই রায় দেন। বাদী ইসমাইলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মনজুরুল ইসলাম জানান, ২০১৩ সালের ২৮শে মে নানিয়ারচর থানায় মোঃ ইসমাইল বাদী হয়ে তার মেয়ে সুরমা আক্তার (১৩) কে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। ২০১৩ সালে ২৫শে নভেম্বর চার্জশীট দাখিলের পর ২০১৫ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

সাক্ষ্য শেষে গত ১৯ নভেম্বর ওই মামলার রায়ে আসামীদের খালাস পান। কিন্তু মামলার সাক্ষীদের সাক্ষ্যে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় রায় ঘোষণার দিনেই বাদীকে শোকজ করেন বিচারক। কেন মিথ্যা মামলা দায়ের করেছেন তার ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

বাদীর দেয়া ব্যাখ্যার উপর শুনানি শেষে বৃহস্পতিবার বাদীর বক্তব্য গ্রহণযোগ্য না হওয়ায় মিথ্যা মামলা দায়ের করায় বাদী ইসমাইলকে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ২৫০ (২), (৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। একইসাথে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেন আদালত।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions