বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বান্দরবানের

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ১ রোহিঙ্গা নিহত, আহত ২

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০১৯ ১০:২৪:৫৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১১:৫৪:৪৭  |  ১০১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর সীমানা পিলার এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরনের ঘটনা ঘটে। এসময় বিস্ফোরনে ১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। নিহত রোহিঙ্গার নাম বদি আলম।  কক্সবাজারের উখিয়া ১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার।

আহতরা হলেন- মোহাম্মদ হাবিবুল্লাহ এবং মোহাম্মদ জুয়েল। এরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার।

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্বার করে উখিয়া কুতুপালং শরণার্থী শিবির ক্যাম্পের হাসপাতালে ভর্তি করেছে। নিহত রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে বিজিবি-পুলিশ।

স্থানীয়দের দাবী, হতাহত রোহিঙ্গারা মাদকদ্রব্য'সহ চোরাচালানে সঙ্গে জড়িত ছিলো। চোরাই পন্য আনতে গিয়ে বিস্ফোরনে হতাহতের ঘটনাটি ঘটেছে। রোহিঙ্গাদের আনাগোনা ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে কাটা তারের বেড়ার ঘেষে স্থলমাইন পুতেছে মিয়ানমার সীমান্তরক্ষীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান,  সীমান্তের ৩৯/ ৪০ নাম্বার সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায়  স্থলমাইন বিস্ফোরনের ঘটনা ঘটেছে,তবে ঘটনাস্থল মিয়ানমার অংশে পড়েছে। বিস্ফোরনে এক জন মারাগেছে। আহত হয়েছে ২ জন। হতাহতরা রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। ঘটনার পর সীমান্তে বিজিবি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত তিন মাসে সীমান্তের বিভিন্ন অংশে স্থলমাইন বিস্ফোরণে ৬ জন নিহতের ঘটনা ঘটেছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions