শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

জেলার ২ হাজার শিক্ষার্থী ৯ বছরে সঞ্চয় করেছে ১ কোটি ১৯ লাখ টাকা

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০১৯ ০৬:০১:২৯ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৫৭:১৮  |  ১৫১৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তেন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ধ্যানেশ্বর সেনগুপ্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।  বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের এজিএম প্রীতি কুসুম চাকমা, অগ্রণী ব্যাংকের এজিএম অজয় কুমার চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মতিলাল চাকমা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পূবালী ব্যাংকের  এ জি এম মো. আজিজুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক মিন্টু খীসা, ইসলামি ব্যাংকের এফ পি এম মো. কামরুজ্জামান, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনসহ  শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের মধ্যে সঞ্চয়ী মনোভাব তৈরি করার লক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচি হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করে। যা বাংলাদেশ ব্যাংকের সব তফসিলি ব্যাংক বাস্তবায়ন করছে। খাগড়াছড়িতে  ২০১০ সাল থেকে এক হাজার নয়শ’ শিক্ষার্থী ও অভিভাবক যৌথনামে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন। ওইসব অ্যাকাউন্টে ইতোমধ্যে ১ কোটি ১৯ লাখ টাকা জমা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা নিজ নামে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে।

পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ দিয়েছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ। সম্মেলনের শুরুর আগে এ উপলক্ষে খাগড়াছড়ি শহরে একটি সচেতনামুলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions