শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার বিতরণ

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০১৯ ০৬:১৩:৩৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:০৪:১০  |  ১০৭৩
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলে ২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায়  ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমার সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-সহকারী অফিসারগন ও  উপকার ভোগী কৃষকগণ।

আলোচনা সভা শেষে উপকার ভোগী ২৫০জন  প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে  ভুট্টার বীজ  ২ কেজি, ৩০কেজি করে সার প্রদান করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions