শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

শনিবার রাঙামাটির যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০১৯ ১১:৫৯:৫২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:২০:৪১  |  ১৪৬৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিদ্যুৎ বিতরণ বিভাগের এক জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ভেদভেদী হতে মাঝেরবস্তী পর্যন্ত ৩৩ কেভি ডাবল সার্কিট লাইন নির্মাণ কাজের স্বার্থে ভেদভেদী উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার (১১ কেভি কলেজ, রাঙ্গাপানি, বেতার ও রাজবাড়ী ফিডার) আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাট ডাউন থাকবে।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চৌধুরী  স্বাক্ষরিত জরুরী বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিতে রাঙামাটি দপ্তরের সামনে ৬ স্প্যান নতুন লাইন নিমার্ণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে  জানানো হয়।

শনিবার যে সব স্থানে বিদ্যুৎ থাকবে না: ভেদভেদী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন যে সকল এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হচ্ছে, সেনানিবাস এলাকা, রাঙামাটি সদর হাসপাতাল, কল্যাণপুর, উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজ, ডিসি অফিস, হ্যাপীর মোড়, রাঙ্গাপানি, ভেদভেদী ও মুসলিম পাড়া, টিটিসি, ম্যাজিষ্ট্রেট কলোনি, বন বিহার এলাকা, রাজবাড়ী এলাকা, ভালেদী, কালিন্দীপুর, জনস্বাস্থ্য প্রকৌশল এলাকা, চম্পকনগর এলাকা, কাটাছড়ি, শিমুলতলী, রুপনগর, বেতার এলাকা, হ্যাপীর মোড়, হ্যাপী আইল্যান্ড,দিঘলীবাগ, দিঘলছড়ি, মোষ মারা, সিও অফিস এলাকা, আমানতবাগ, কলেজ গেইট, মন্ত্রী পাড়া, দক্ষিণ কালিন্দীপুর, দেবাশীষনগর, রাং বাহাদুর সড়ক, হাসপাতাল এলাকা, হ্যাচারী এলাকা, সুখীনীল গঞ্জ, টিএন্ডটি মাইক্রো ওয়েব, মনোঘর, মনতলা,  যুব উন্নয়ন এলাকা, আসামবস্তি, খিপ্পাপাড়া, তঞ্চঙ্গ্যা পাড়া এবং বিলাইছড়ি পাড়া এলাকায় সকাল ৮টা থেকে  ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions