শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সকলে আন্তরিক হলে সোনার বাংলা গড়া সম্ভব : জেলা প্রশাসক

প্রকাশঃ ১২ নভেম্বর, ২০১৯ ১১:৪৯:০১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:০৭:১৪  |  ১০১৬
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে ও নেতৃত্বে ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড়ায় বয়স্কদের জন্য নির্মিত প্রবীন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন, উপজেলা সদরে নির্মিত আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন এর উদ্বোধন, উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, ১১টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দূর্যোগ সহনীয় গৃহের চাবি হস্তান্তর, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন, ওয়াগ্গা ইউনিয়নের নব নির্মিত ডিজিটাল সেন্টার উদ্বোধন, ওয়াগ্গা মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, কাপ্তাই থানা পরিদর্শন করেন তিনি।।

এসময় পৃথক বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানজিদা মুস্তারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ আশরাফ উদ্দিন, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত সহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এসময় উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, হেডম্যান, মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions