শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

পিসিপির দু’দিনব্যাপী সম্মেলন শুরু

প্রকাশঃ ২০ মে, ২০১৮ ১০:৫৭:৪৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৫২:৪৩  |  ৭৬৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র দুইদিনব্যাপী সম্মেলন রোববার থেকে শুরু হয়েছে, কাল কাউন্সিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

“জুম্ম স্বার্থপরিপন্থী, প্রতিক্রিয়াশীল ও চুক্তিবিরোধী সকল কার্যক্রম প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র সমাজে বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙমাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনষ্টিটিউট প্রাঙ্গনে এই সম্মেলন শুরু হয়েছে।

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে ছাত্র জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং আসনের সংসদ্য সদস্য ঊষাতন তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারি অধ্যাপক মহিউদ্দীন মাহিম, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক নজরুল কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বাপ্পাদীপ্ত বসু, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি মনিরা ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কাউন্সিলে বক্তারা বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নে ধীরগতির কারনে পাহাড়ে অশান্তি দিন দিন বাড়ছে, সরকারের ছত্রছায়ায় একটি মহল পাহাড়কে অশান্ত করছে তাই শান্তি চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।

সম্মেলনে ৩ পার্বত্য জেলা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের নেতা কর্মীরা যোগ দেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions