বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে

প্রথাগত নারী নেতৃত্বের ‘সংবেদনশীলতা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায় নারীদের সক্ষমতা বৃদ্ধির তাগিদ

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০১৯ ১১:৪৮:১২ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫:২৪  |  ৯৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রথাগত নারী নেতৃত্বের ‘সংবেদনশীলতা ওসচেতনতা’ শীর্ষক কর্মশালায় নারীদের সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন বক্তারা।

রোববার খাগড়াছড়ি জেলা সদর মিলনপুরস্থ গাইরিং হোটেল সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা।

প্রধান অতিথি বলেন, নারীদের নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নারীদের সমাজের একজন সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। নারীদের শুধু নারী হিসেবে মূল্যায়ন না করে একজন মা, একজন বোন হিসেবে দেখতে হবে। জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম নারীদের অগ্রাধিকার অপরিসীম। নারীরা এগিয়ে গেলে দেশ, সমাজ ও জাতি এগিয়ে যাবে।

এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও পার্বত্য চট্টগ্রাম উইমেন রির্সোস নেটওয়ার্ক এর প্রতিনিধি মিজ শেফালিকা ত্রিপুরা,  জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশন এর সভাপতি রনিক ত্রিপুরা,  খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা,  পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সান্তনা খীসা প্রমূখ।

কর্মশালায় এ সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৪জন কার্বারী-হেডম্যান (নারী কার্বারী-হেডম্যানসহ) অংশগ্রহণ করে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions