শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

কাল ২দিনের সফরে রাঙামাটি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০১৯ ০৭:৩২:৩০ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০২:৪৭:০৫  |  ২১৩৫
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২দিনের সরকারি সফরে কাল বুধবার রাঙামাটি আসছেন। মন্ত্রীর সফর সুচী থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিন ১৬ অক্টোবর বিকেলে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় কর্তৃক আয়োজিত আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিবেন এতে পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম পিএসসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও  চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল  এস এম মতিউর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মদসহ  তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

পরেরদিন  বৃহস্পতিবার সকাল ১১টায়  রাঙামাটি ক্ষুদ্র-ণৃ গোষ্টি ইনষ্টিটিউটে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যাক্তি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি,সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, স্বরাষ্ট্রসচিব, পার্বত্য সচিবসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

জানা গেছে, পার্বত্য এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি. মাদক চোরাচালান, সীমান্তে অপরাধ দমন, পাহাড়ে র‌্যাব ক্যাম্প স্থাপনসহ সভায় পার্বত্য চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions