বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে বাস উল্টে ১০জন আহত

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৯ ০৭:০২:৫৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:৪৬:৪৬  |  ১৪০৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  শহরের প্রবেশ মুখ এলাকায় যাত্রীবাহি পরিবহন বাস উল্টে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে  তৌকি ওসমান (২৭) এবং মো. জাবেদ (৩০) রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে রাঙামাটি অভিমুখে আসা যাত্রীবাহি বাসটি  রাঙামাটি শহরের প্রবেশ মুখে পৌছার সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়ির চালক জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় এসময় বাসটি উল্টে যায়। পরে স্থানীয়রা, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেন।

রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত (আবাসিক) চিকিৎসক ডা: শওকত হোসেন বলেন, ১০ জন আহত হলেও বর্তমানে দু’জন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটির চালক পলাতক রয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions