বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
শিক্ষা দিবসে

রাঙামাটিতে প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৫৪:৪৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:৫৪:৩৮  |  ১২৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে রাঙামাটিতে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রাঙামাটি জেলা শাখা। মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়–য়ার সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা ছাত্র ইউনিয়নের সদস্য সুমন বড়–য়া, কলেজ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অয়ন চক্রবর্তী, সদস্য রিগ্যান দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সুনীল কান্তি চাকমা ও কৃপায়ন ত্রিপুরা প্রমুখ।

মানববন্ধনে ছাত্রনেতারা রাঙামাটি সরকারি কলেজের আবাসন সংকট নিরসন, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসন, পরিবহন এবং স্বতন্ত্র পরীক্ষার হল চালুর দাবি জানান।

বক্তারা বলেন, ‘১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস বাংলাদেশের ইতিহাসে এক স্মরনীয় দিন। স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনো আমাদের কাক্সিক্ষত শিক্ষানীতি পাইনি। বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ভোগবাদী ও সুবিধাবাদী হিসেবে গড়ে তুলছে। রাষ্ট্রের শিক্ষাব্যবস্থা চলছে টাকা যার শিক্ষা তার এই নীতিতে। আমাদের দাবি, শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষে করপোরেট কোম্পানিসমূহের ওপর সারচার্জ আরোপ করতে হবে এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে।’

এসময় বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে একধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সার্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়নের দাবির আন্দোলনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions