শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

লংগদুতে বন্য হাতির আক্রমনে যুবক নিহত

প্রকাশঃ ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৫৮:৪৬ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৪৩:০১  |  ১০৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমনে শরিফুল ইসলাম নামে নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শরিফুল লংগদু গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষীপাড়া গ্রামের আদিল হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শরিফুল ইসলাম (২৫) সকালে ফজরের নামায পড়তে বাসা থেকে বের হলে হাতির পালের সামনে পড়ে, এসময় হাতির আক্রমনে সে আহত হয়, এলাকার লোকজন শরিফুলকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবু নাছির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গুলশাখালীতে হাতির আক্রমনে এর আগেও  অনেকে মারা গেছে, কিন্তু প্রশাসন হাতির আক্রমনে মারা লোকগুলোর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনের উদ্যেগ নেয়নি। তিনি বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনের বাসাবাসি হাতির জন্য অভয়াশ্রম গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions