শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম তাল নবমী তিথিকে সামনে রেখে

চান্দগাঁও সাধুরপাড়া সৎসঙ্গ আয়োজনে প্রদীপ প্রজলন ও ধর্মসভা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ৩১ অগাস্ট, ২০১৯ ১২:০৯:১৪ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৫:৩৩:৩৩  |  ১৮৮১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩২তম তাল নবমী তিথিকে সামনে রেখে চান্দগাঁও সাধুরপাড়া সৎসঙ্গ কর্তৃক আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসভা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে ।

অনুষ্টানে শ্রীশ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী শুভাগমন করেন। এ অনুষ্ঠানে তিনি আশিস বাণী প্রদান করেন এবং মানবজীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র ফাউন্ডেশনের সভাপতি ঋত্বিক দেবতা শ্রী বৃতেন মালাকার, শ্রী সমীরণ চক্রবর্তী, শ্রী হরিনারায়ন বিশ্বাস,শ্রী অশোক মিত্র, শ্রী ভবতোষ নাথ,শ্রী প্রমোদবন্ধু চক্রবর্তী, শ্রী লালু দাশ,শ্রী সুরজিৎ চক্রবর্তী,শ্রী জগদীশ আচার্য,শ্রী টিসু দাস, হাজী মোহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুভাষ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে চান্দগাঁও সৎসঙ্গ আশ্রমের সভাপতি শ্রী সুমন কান্তি নাথ বলেন," মানব কল্যাণে শ্রী শ্রী ঠাকুরের ভাব ধারাকে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। এসময় তিনি অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions