শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

১৭ আগষ্ট উপলক্ষে খাগড়াছড়িতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

প্রকাশঃ ১৭ অগাস্ট, ২০১৯ ০৬:২২:০৯ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ০৯:৩৪:৩৮  |  ৯৭৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের কালো পতাকা মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা সাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
সমাবেশে জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু ও দিদারুল আলম অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
 
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions