খাগড়াছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশঃ ১৯ জুলাই, ২০১৯ ০৭:৫৯:২৫
| আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০১৯ ১০:১৫:০৬
|

৪৮১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকা থেকে রোজিনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪ টায় ভাড়া বাসার তালা ভেঙ্গে পুলিশ বিছানার ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত রোজিনার স্বামী অটোরিকশা চালক মনির হোসেন গতকাল থেকে পলাতক রয়েছে।
নিহতের মা শিরিনা বেগম জানান, আড়াই বছর আগে মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মনির হোসেনকে ভালবেসে বিয়ে করে রোজিনা। বিয়ের পর থেকে পারিবারিক কলহ ছিল। গত বুধবার থেকে মেয়ের সাথে কোন যোগাযোগ ছিল না। আজ বাড়ির মালিক রুমের থেকে দূর্গন্ধ বের হলে নিহতের স্বজনদের খবর দেয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মো. আফছার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।