শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

প্রকাশঃ ১৮ জুলাই, ২০১৯ ০২:৪৫:৪২ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ০৭:০০:৩৮  |  ৮৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে “জাতীয় মৎস্য সপ্তাহ-”২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলেনাচনা সভা সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  বান্দরবান জেলা মৎস্য অধিদপ্তর ও পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলেনাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক লক্ষীপদ দাশ এর সভাপতিত্বে অনুুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোবাশ্বের,বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, বান্দরবান সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু তাহের, সুয়ালক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, সুয়ালক বাজার পরিচালনা কমিটির সভাপতি সমাজ সেবক আমিনুল হক সহ প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে আারো উপস্থিত ছিলেন সুয়ালক ১নং সিআজি মৎস্য চাষী সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন, বিশিষ্ট্য মৎস্য চাষী সিআইজির সদস্য ও মাওলানা তেলাপিয়া হেচারীর স্বত্তাধিকারী মালিক আশীষ চন্দ্র দে, এনএটিবর প্রকল্পের স্থানীয় মৎস্য প্রতিনিধি মোঃ জয়নাল হোসেন, সদস্য মোঃ হোমায়ন প্রমুখ।

মৎস্য সপ্তাহ-১৯ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় র‌্যালীটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অংশ গ্রহণ করে বান্দরবান জেলা মৎস্য অধিদপ্তর, সদর উপজেলা মৎস্য অধিদপ্তর, সুয়ালক ১নং ওয়ার্ড সিআজি (মৎস্যচাষী) সমবায় সমিতি লিঃ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষ আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে পরিচিতি লাভ করেছে। মৎস্য চাষে আমাদের বাংলাদেশের স্থান বর্তমানে ৪র্থ, আমরা আরো বেশী বেশী মৎস্য চাষে অগ্রণী ভূমিকা রাখতে পারলে আমাদের দেশের অবস্থান ১নাম্বারে চলে আসবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions