বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

প্রকাশঃ ১৩ জুলাই, ২০১৯ ০৮:৫৮:৪৫ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ১০:০২:০৯  |  ৭৮৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ২৬বীর বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবানে বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা থেকে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এই খাবার বিতরণ করা হয়।

২৬ বীর বান্দরবান সেনা জোনের মেজর জাহিদুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে বন্যাকবলিত বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের মধ্যে এই খাবার বিতরণ করেন। খাবার বিতরণের  এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, ২৬ বীরের ক্যাপ্টেন নাঈম পারভেজ, ওয়ারেন্ট অফিসার সাদিকুর রহমানসহ সেনাজোনের বিভিন পদ মর্যাদার কর্মকর্তারা।

এসময় বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় কবলিতবিভিন্ন এলাকা থেকে আশ্রয় নেয়া প্রায় ১৭০ জনের মাঝে খিচুড়ি ও ডিম বিতরণ করা হয়।

২৬ বীর বান্দরবান সেনা জোন এর মেজর জাহিদুল ইসলামজানান,বন্যাকবলিত দুর্গত মানুষের সহায়তায়সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাবে এবং আগামীতে ও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions