শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ

৩ দফা দাবিতে রাঙামাটিতে সোম ও মঙ্গলবার ৪৮ ঘন্টার হরতাল

প্রকাশঃ ০৫ মে, ২০১৮ ০৭:৩৫:৫২ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ০৫:২১:৪৭  |  ৩৪৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মাটিরাঙা বাসিন্দা ও মহালছড়িতে ব্যবসায়িক কাজে অপহৃত হওয়ার ৩বাঙালী ব্যবসায়ীকে উদ্ধার, গতকাল সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইক্রোবাস চালক সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার ও জেএসএস ইউপিডিএফের সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ।

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাহাদাত ফরাজী সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্রধারীরা নিজেদের মারামারি করছে, বাঙালীদের খুন, গুম অপহরন করছে আমরা এর থেকে নিস্তার চাই। সন্ত্রাসীদের কাছে কেবল বাঙালীরা নয়, পাহাড়ীরাও নিরাপদ নয় তাই আমরা সরকারের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। এছাড়া আগামীকাল রোববার বাঙালী সংগঠনগুলো কালো পতাকা মিছিল করবে।
প্রসঙ্গত: গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মাটিরাঙা থেকে ব্যবসায়িক কাজে মহালছড়ি যায়, এর পর তাদের কোন খোঁজ পাওয়া যায়নি, পরিবারের দাবি চাঁদার জন্য তাদের অপহরন করা হয়েছে। অপহৃতরা হলো সালাহউদ্দিন, মহরম মিয়া ও বাহার আলী।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions