শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ ও মাইক্রোসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশঃ ২২ মে, ২০১৯ ০৫:৩৮:৫২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:০৬:১৬  |  ৮৬৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মঙ্গলবার ২১মে রাতে দেশীয় মদ ও মদ বহনে ব্যবহৃত মাইক্রোসহ তিনজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হলো রামু উপজেলার পানের ছড়া এলাকার নুরুল হাকিমের ছেলে সরওয়ার কামাল(২২),আব্দু রশিদের ছেলে নাছির উদ্দিন(২০)অন্যজন কক্সবাজাররে পেশকার পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, মাদকসহ আটক তিনজন মাদকসেবন ও বিক্রেতা। সদর উপজেলার রেষ্ট হাউজ রোডে  অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ তাদের তিনজনের নিকট থেকে ৫৪০ লিটার মদ উদ্ধার করে।

এসআই মোশারফ হোসেন, এসআই নুরুল আমিন,আনোয়ার হোসেন এএসআই ইলিয়াছ মিয়া, রাজীব সিংহ সহ অন্যরাও মাদক বিরোধী অভিযানে ছিল বলে জানান তিনি।

থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions