বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

উন্নত চিকিৎসায় দৃষ্টি শক্তি ফিরে পাবে গিটারিস্ট বনি আসাম

প্রকাশঃ ১৪ মে, ২০১৯ ০৮:২২:১১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:৩৩:৩০  |  ২৭৪৬
হিমেল চাকমা, রাঙামাটি। উপযুক্ত বাজনার পরিবেশ তৈরি হলে শিল্পী মধুর কন্ঠ বের হয়। এ পরিবেশ তৈরি করেন বাদ্যযন্ত্র শিল্পীরা। কন্ঠ শিল্পীকে পেছন থেকে প্রাণের যোগান দেন বাদ্যযন্ত্র শিল্পীরা। দর্শকরা আনন্দ পায়। জমে উঠে সাংস্কৃতিক আয়োজন।  রাঙামাটির  বাদ্যযন্ত্র শিল্পীদের  অন্যতম একজন শহরের আসামবস্তির দিনুপম আসাম। যিনি বনি নামেই অধিক পরিচিত। সবার প্রিয় এ তরুণ  গিটারিস্ট হঠাৎ অসুস্থ হয়ে হারিয়ে ফেলেছেন দৃষ্টি শক্তি। বনি অপেক্ষায় আছেন দৃষ্টি মেলে তাকাবার জন্য।

গত এপ্রিলের শেষ সপ্তাহে  হঠাৎ অসুস্থ হন বনি। বমি শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে পড়লে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।  চিকিৎসায় সে সুস্থ হলেও দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে। এরপর চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রামের চিকিৎসকরা বনিকে যত দ্রুত সম্ভব ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকট, পাসপোর্ট, ভিসা জটিলতায় ভারতে নিতে বিলম্ব হচ্ছে।

এক পর্যায়ে চোখে দেখার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে বনি। বনিকে ঢাকা বাংলাদেশ চক্ষু হাসপাতালে নেওয়া হলে সেখানকার চক্ষু বিশেষজ্ঞরা একই কথা বলেছেন। উন্নত চিকিৎসায় দৃষ্টি শক্তি ফিরে পাবে। সেজন্য ভারতের চেন্নাই শংকর নেত্রনালয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে বনির দৃষ্টি শক্তি ফেরানোর জন্য এক হয়েছে জেলার সমগ্র শিল্পীরা। গঠন করেছেন চিকিৎসা সহায়তা তহবিল। নিরলসভাবে অর্থ সংগ্রহ করছেন তাঁরা।

বিশিষ্ট সংগীত শিল্পী কালায়ন চাকমা বলেন, বনি বর্তমানে রাঙামাটি শহরের আসাম বস্তির বাড়িতে আছে। ডাক্তারদের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিচ্ছে। আমরা তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর জন্য অর্থ সংগ্রহ করছি। এক লাখের কিছু বেশি তহবিলে জমা হয়েছে। কিন্তু এগুলো অপ্রতুল। পাসপোর্ট পাওয়া গেছে।  ভারতের ভিসার জন্য আবেদন করা হয়েছে।

কন্ঠ শিল্পী শেখর মল্লিক বলেন, আমরা সহকর্মীর দৃষ্টি শক্তি ফেরানোর জন্য সবাই এক হয়ে কাজ করছি। আমাদের সাথে সুশীল সমাজের ব্যাক্তিরাও যোগ দিয়েছেন।

বিশিষ্ট গীতিকার সুরকার রনেশ্বর বড়–য়া, বনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলুক এটি আমরা চিন্তাই করতে পারি না। সবাই এগিয়ে আসলে বনির সুচিকিৎসা হবে। দৃষ্টিশক্তি ফিরে পাবে। আমরা তহবিলটি বাড়ানোর জন্য বিত্তবানদের কাছে যাচ্ছি। তাঁরা সহযোগীতার হাত বাড়ালে বনি দৃষ্টি শক্তি ফিরে পাবে।

বনির চিকিৎসার জন্য উত্তরা ব্যাংক রাঙামাটি শাখায় হিসাব খোলা হয়েছে। হিসাবের নাম রনেশ্বর বড়–য়া, রুপায়ন দেওয়ান, কালায়ন চাকমা, হিসাব নম্বর -০২৮১-১১১-০০১১৫৭৭৪।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions