শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

পাহাড়ে ১৮ উপজেলায় পুষ্টি নিয়ে কাজ করবে জুম ফাউন্ডেশন

প্রকাশঃ ০৬ মে, ২০১৯ ০১:৫০:৩৪ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৪২:০৮  |  ২৮০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এ তিন পার্বত্য জেলায় পুষ্টি নিয়ে কাজ করবে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জুম ফাউন্ডেশন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে। যেখানকার বাসিন্দারা পুষ্টি বিষয়ে সচেতন না, পুষ্টি হীনতায় ভুগেন।

সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।  পুষ্টি পর্যাপ্ততা নিশ্চিত করণ প্রকল্পের অধীনে  দুর্গম এলাকায় বসবাতরত মানুষের পুষ্টি নিশ্চিত করতে কাজ করা হবে। উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে সহায়ক হিসেবে কাজ করা হবে।
তিন পার্বত্য জেলায় ১৮টি উপজেলার ৭৮টি ইউনিয়ন এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। ২০২৩ সালের আগষ্ট পর্যন্ত এ প্রকল্পে গর্ভবতী নারী শিশুদের পুষ্টি প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করা হবে। কাজ করতে গিয়ে কোন সমস্যা চিহ্নিত হলে তা নিরসন করে পুষ্টি প্রাপ্তির নিশ্চয়তা নিশ্চিত করণের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অনেক এলাকায় মানুষ এখনো পুষ্টি বিষয়ে সচেতন নয়। তারা প্রতিনিয়ত পুষ্টিহীনতায় ভুগেন।  এসডিজি পুরণের জন্য এটিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে।

প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য রেমলেয়ানা পাংখোয়া। জুম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা। এর আগে প্রকল্পের ধারণাপত্র পাঠ করেন ইউনাইটেড পারপোজ এর  প্রকল্প পরিচালক সৌভাগ্য মঙ্গল চাকমা। ইউরোপিয় ইউনিয়ন এ প্রকল্পে অর্থায়ন করছে।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions