বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

এতিমের টাকা যে মেরে খায়, তাকে রক্ষায় কিসের আন্দোলন: প্রধানমন্ত্রী

প্রকাশঃ ২৯ মার্চ, ২০১৮ ০২:১৬:৩৫ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৯:০৩:৪৮  |  ২০৭১

এতিমের টাকা মেরে খাওয়ার বিষয়ে খালেদা জিয়ার সমালোনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যে এতিমের টাকা মেরে খায়, তাকে রক্ষার জন্য কিসের আন্দোলন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলেরা প্রায় ৯৮০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘নৌকা মার্কা’য় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন,‘নৌকায় ভোট দেন, সোনার বাংলা উপহার দেবো।’

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি, তারা তো লুটপাটেই ব্যস্ত, দুর্নীতিতেই ব্যস্ত। প্রায় ৯৮০ কোটি টাকা তার ছেলেরা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। একটা টাকাও ফেরত দেয় নাই।’

তিনি বলেন, ‘এতিমদের জন্য টাকা এসেছে। একটি টাকাও এতিমদের দেয় নাই। নিজেরা মেরে খেয়েছে। মামলা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। সেই মামলায় আদালত শাস্তি দিয়েছে। এতিমের টাকা মেরে খাওয়ার বিষয়ে কোরানেও বলা আছে।’

শেখ হাসিনা বলেন, ‘এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। যে এতিমের টাকা চুরি করে তার জন্য আন্দোলন কিসের?’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘গলা ফুলিয়ে কথা বলতে বলতে গলাও খারাপ হয়ে যায়। গলার চিকিৎসা করাতে হয়। সারাদিন মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়। মির্জা ফখরুল ইসলাম সারাদিন মিথ্যা কথা বলেন।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বিমানমন্ত্রী ছিলেন। সৈয়দপুর বিমানবন্দর বন্ধ করে দিয়েছিলেন। আমরা ক্ষমতায় এসে সেই বিমানবন্দর চালু করেছি। এরা ধ্বংস করতে পারে, সৃষ্টি করতে জানে না। লুটপাট করতে জানে, উন্নয়ন দিতে জানে না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপির এটাই কাজ, মানুষকে হত্যা করা। মানুষ হত্যা করে তারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছিল? আমি ধন্যবাদ জানাই বাংলার মানুষকে।’

জাতীয় |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions