বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে লালন স্মরনোৎসব অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০১৯ ০৬:৫৫:৫৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১০:১৮:৪৭  |  ৮৩৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। মরমী মনিষী মহাত্মা লালন ফকির সাইঁজির ১২৯তম তিরোভাব দিবস উপলক্ষে লালন সংবর্ধনা ও স্মরনোৎসব ও লালন সংঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার(১৯ এপ্রিল)বিকালে বান্দরবান লালন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বান্দরবান লালন পরিষদের সভাপতি দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এই সময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, কুষ্টিয়া লালন পরিষদের সদস্যবৃন্দ সহ প্রমুখ।

অনুষ্ঠানে অথিতিরা বলেন, লালন হলেন একজন ভাব জগৎতের মানুষ। মানুষের মধ্যে বিভেদ ভুলে ভাল ও সৎ পথে চলার জন্য সাধনার জগৎ বেছে নিয়ে মানুষের সেবা করেছেন এবং তার গানের মাধ্যমে তুলে এনেছেন সকল মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions