শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিএনপির প্রতীকি অনশন পালন (ভিডিওসহ)

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০১৯ ০৯:০০:৫৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:৫৩:১০  |  ৯৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে রাঙামাটি জেলা বিএনপির উদ্যেগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘন্টাব্যাপী প্রতীকি অনশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই প্রতীকি অনশনে দলের নেতা কর্মীরা অংশ নেন। এসময় জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে অনশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা অবসরপ্রাপ্ত কর্ণেল মণীষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাদাৎ সায়েমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনশন কর্মসুচীতে বক্তারা বলেন, দেশে এখন গনতন্ত্র নেই, বাকশালের আদলে বর্তমান সরকার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করছে। গত ১০ বছরে আওয়ামীলীগ সরকার বিএনপির শত শত নেতা কর্মীকে হত্যা, খুন করেছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে । এসরকারের হাতে দেশ ও জনগন নিরাপদ নয়। দেশে যদি একদলীয় শাসন চলতে থাকে, ভোটের বাক্স যদি জনগনের পরিবর্তে রাতে কর্মকর্তাদের দিয়ে ভর্তি করা হয়, তাহলে ভবিষ্যতে দেশে কেবল গনতন্ত্র নয়, আওয়ামীলীগও ধব্বংসের পথে যাবে। 

অনশনে বক্তারা আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার কারাগারে বন্দি রেখে, অথচ দেশে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এরা বিদেশ পাচার করছে। বক্তারা প্যারেলে নয় অবিলম্বে খালেদা জিয়াকে নি:শত  মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে সরকারকে সব ধরনের দায় বহন করতে হবে বলে হুশিয়ারি উচ্ছারন করেন।

ঘন্টাব্যাপী প্রতীকি অনশন শেষে শরবত পানের মাধ্যমে অনশন ভাঙ্গানো হয়।  


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions