শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা নিখোজ হওয়ার অভিযোগ, উদ্ধারের দাবি

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০১৯ ০৯:৫৭:০২ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ০৮:০৪:১৭  |  ৪২৭০
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক ও শ্রমজীবী ফ্রন্ট(ইউডব্লিউডিএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে অপহনের অভিযোগ এনে তাকে উদ্ধারের দাবি জানিয়েছে চার সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, শ্রমজীবী ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ ১৫ এপ্রিল ২০১৯, সোমবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্ট(ইউডব্লিউডিএফ)-এর সভাপতি সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু) ও রানা প্লাজা ধ্বংসযজ্ঞের বার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য মাইকেল চাকমা শ্রমিক এলাকায় সাংগঠনিক সফরে যান। কাঁচপুর এলাকায় সাংগঠনিক কাজ শেষে গত ৯ এপ্রিল বিকালে ঢাকায় কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হলে আগে থেকে অবস্থান নেয়া সরকারি সংস্থা তাকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতা-কর্মীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে চার সংগঠনের নেতৃবৃন্দ সরকার এ ঘটনার দায় কিছুতেই এড়াতে পারে না বলে স্পষ্ট জানিয়ে দেন এবং অপহৃত মাইকেল চাকমার কোন কিছু হলে সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে মাইকেল চাকমাকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions